আওয়ামী লীগ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত

By Daily Satkhira

June 01, 2020

অনলাইন ডেস্ক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১ জুন) রাতে তার রিপোর্টে করোনা পজিটিভ রেজাল্ট আসে।

বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

ডাক্তারের বরাত দিয়ে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় করোনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সেই সাথে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়ে জয় জানান, বাবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। শ্বাসকষ্ট বা করোনার উপসর্গ নেই। ইউরিনের সমস্যা আছে। আপাতত এই হসপিটালে রেখেই চিকিৎসা চলবে। সমস্যা বেশি হলে সিএমএইচএ নিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, বাবা শারীরিকভাবে দুর্বল অনুভব করায় ওনাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে উনি সার্বিকভাবে স্থিতিশীল আছেন।

প্রসঙ্গত, নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক।

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে সোমবার (১ জুন) হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।