বিনোদন

শাকিব খানকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্রের ১৩ সংগঠন

By Daily Satkhira

April 29, 2017

বিনোদন ডেস্ক : শীর্ষ নায়ক শাকিব খানকে নিষিদ্ধ করেছে পরিচালক সমিতিসহ চলচ্চিত্রের ১৩টি সংগঠন। শনিবার বিকেলে এফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে সংবাদ সংগঠনগুলোর নেতারা তাকে নিষিদ্ধ করার কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি রেজা লতিফ, চলচ্চিত্র ফাইট ডাইরেক্টরস এসোসিয়েশনের সভাপতি আরমান, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, সিডাবের সভাপতি এস আই ফারুক, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতির সভাপতি জিডি পিন্টু, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপন সমিতির সভাপতি আবদুর রউফ সরকার, চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম, চলচ্চিত্র রুপসজ্জাকর সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, চলচ্চিত্র ভাই ভাই এ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, চলচ্চিত্র উৎপাদন সহকারি ব্যবস্থাপক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাহাদুর মিয়া এবং চলচ্চিত্র লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সানি আলম। নিষিদ্ধ করার বিষয়ে তাৎক্ষণিক শাকিব খানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লিখিত বক্তব্যে বদিউল আলম খোকন বলেন, শাকিব খান বিভিন্ন পত্রিকায় চলচ্চিত্র পরিচালকদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তাদেরকে  অসম্মান করেছেন। পরিচালকরা যেহেতু একটি শুটিং ইউনিটের প্রধান তাই তাদের বিরুদ্ধে বক্তব্য দেয়া মানে চলচ্চিত্রের সকল কুশলীদের অপমান করা। তিনি বলেন: চলচ্চিত্রের বিরুদ্ধে এ অবস্থানের কারণে সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সঙ্গে কোন চলচ্চিত্রের শুটিং ও ডাবিংয়ের কাজে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি ও অভিনেতা শাকিব খান- দুজনকেই নিষিদ্ধ করেছে পরিচালক সমিতি ও অন্য চলচ্চিত্র সংগঠনগুলো ব্যক্তিগত শত্রুতার কারণে পরিচালক সমিতির মহাসচিব শাকিবের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে ঢাকাই ছবির শীর্ষ নায়ক যে অভিযোগ এনেছেন সে ব্যাপারে বদিউল আলম খোকন বলেন, ‘কখনোই না। শাকিবের বিপক্ষে যে বিষয়গুলো যাচ্ছে সেগুলোতে আমি সই করছি। মতামত কিন্তু সবার। কারণ সে সবাইকে বিভিন্ন সময়ে নানাভাবে হয়রানি করেছে। সব পরিচালক ও কলাকুশলীর সম্মিলিত রাগের বহিঃপ্রকাশ এটি।’ শাকিবের সঙ্গে পরিচালক সমিতির দুরত্বের অবসান সম্পর্কে প্রশ্নের জবাবে সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরাই শাকিব খানকে তৈরি করেছি। সে আমাদের স্নেহের পাত্র। শাকিব যদি ভুল স্বীকার করে ক্ষমা চায় তবে বিষয়টি ভেবে দেখা যাবে।’ সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যদের নিয়ে বিরূপ মন্তব্য করায় সংগঠনটি শাকিব খানের কাছে উকিল নোটিশও পাঠিয়েছে। পরিচালক শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিল প্রসঙ্গে মহাসচিব বলেন: শাকিব আমাদের চলচ্চিত্রের সবাইকে অপমান করেছেন। এজন্য সদস্য হিসেবে রনিকে বলেছিলাম শুটিং বন্ধ রাখার। কিন্তু সে পাত্তাই দেয়নি আমাদের। ‘তাই গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি।’