আশাশুনি

আশাশুনিতে মৎস্যজীবীদের ৩৫ জনের তালিকা প্রদান

By daily satkhira

June 02, 2020

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মৎস্যজীবীদের ৩৫ জনের তালিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা এ তালিকা প্রদান করেন। মৎস্যজীবী সদস্যদের নিয়ে সাতক্ষীরা জেলার জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মোল্ল‍্যা রফিকুল ইসলামের কাছে গিয়ে নদীতে জাল ধরা নিষেধ, সরকারের এই নির্দেশকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বড়দল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রকৃত গরীব ও অসহায় মৎস্যজীবী ভাইরা যাতে সরকারি অনুদান থেকে বঞ্চিত না হয় এ জন্য ৩৫ জনের তালিকা করে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তিনি আরো জানান, অসহায় মানুষের পাশে সেবক হিসাবে আছি এবং সর্ব সময় থাকার চেষ্টা করব। দেশের এই ক্রান্তিলগ্নে মৎস্যজীবী ভাইয়েরা দীর্ঘদিন মানবেতর জীবন জাপন করছে। তাহারা নদীতে বাগদার পোনা, রেণু ও কাঁকড়া ধরে সীমিত পয়সায় বিক্রয় করে জীবিকা নির্ভর করাসহ ছেলেমেয়েদের লেখা পড়ারও যোগান দিতেন। এ বিষয়ে মৎস্যজীবী সমিতির সভাপতি মোল্ল্যা রফিকুল জানান, আমি বড়দল ইউনিয়নে ৩৫ জনের তালিকা হাতে পেয়েছি। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে কার্স-ফোর্স কমিটির যাচাই-বাছাইতে যদি প্রমাণিত হয়। তাহলে মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য ওদেরকে কার্ড করে দেওয়া হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেওয়া সামান্য সুযোগ সুবিধা প্রদান ও মৎস্যজীবীর কার্ড তৈরী করে দেওয়ার জন্য স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন জগদীশ চন্দ্র সানা।