সাতক্ষীরা

শিমুলবাড়িয়ায় সরকারি কালভার্টের মুখ আটকে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ

By daily satkhira

June 03, 2020

নিজস্ব প্রতিনিধি :  ফিংড়ীর শিমুল বাড়িয়ায় সরকারি কালভার্টের মুখ আটকে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে মুক্তাজুল ইসলাম নামের এক ব্যক্তি সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আম্ফানে দিশেহারা মানুষ। এ সময়ে শিমুলবাড়ী এলাকাসহ ফিংড়ী একটি অংশের পানি নিষ্কাশনের সরকারি কালভার্ট রয়েছে। সেখান দিয়ে অত্র অঞ্চলের পানি নিস্কাশিত হয়। কিন্তু অত্র এলাকার নুর আলী ঢালীর পুত্র প্রভাবশালী লুকমান গাজী গায়ের জোরে কালভার্টটির মুখ আটকে দিয়েছে। ফলে পানি নিস্কাশিত হতে না পেরে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এবিষয়ে প্রতিকারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করিয়েও কোন লাভ হয়নি। সেকারলে অত্র এলাকার মানুষকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে উক্ত কালভার্টটি অবমুক্ত করা অত্যান্ত জরুরি। এবিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।