দেবহাটা

সখিপুরে ডেঙ্গু নিধনে কীটনাশক স্প্রে’র উদ্বোধন

By daily satkhira

June 03, 2020

কে এম রেজাউল করিম দেবহাটা : করোনা ভাইরাসের কারণে যখন বিশ্বব্যাপি মৃত্যু আর আতঙ্ক ঠিক সেই মুহুর্তে ধেয়ে এসে লন্ড ভন্ড করে শতাব্দির অন্যতম শক্তিধর সুপার সাইক্লোন আমফান ঠিক এর মধ্য ধিরে ধিরে অবস্থান করে নিয়েছে ডেঙ্গু নামের আর এক শক্তিধর মহামারী । ডেঙ্গু নামক এডিস মাশক এ রোগের বিস্তার ঘটিয়ে থাকে। তাই সকল আতঙ্ক আর ভয়কে উপেক্ষা করে সাধারণ জণগনের নিরাপত্তার স্বার্থে এ মশার প্রজনন ক্ষেত্রগুলিকে ধ্বংস করার জন্য আবারও মাঠে নেমেছেন সংগ্রামীও অগ্রগামী ভুমিকা রেখে চলেছে স্থাণীয় সরকার প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্টান ইউনিয়ন পরিষদ। যার উধাহরণ স্বরুপ নোভেল করোনা ভাইরাসের কারণে মানুষ যখন হোমকরেন্টাইনে ঠিক তখন নিজের ও নিজের পরিবারের কথা চিন্তা না করে মাঠে নেমে সকল ভয়কে উপেক্ষা করে মানুষের খাদ্য সহ সকল নিরাপত্তার দায়িত্ব নিয়েছে ০৩ সখিপুর ইউনিয়ন পরিষদ সুপার সাইক্লোন আমফানে যখন মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে ব্যাস্ত ঠিক তখনি সকল ভয়কে উপেক্ষা করে মাঠে নেমেছেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সকল ইউপি সদস্য সহ সার্বক্ষনিক মনিটরিং সেল গঠন পূর্বক ইউপি সচিব,ইউডিসি উদ্যোক্তা সহ সকল গ্রাম পুলিশ বৃন্দু ০৩ রা জুন সকাল হইতে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সাহেবর নেতৃত্বে; এডিস মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন তিনি সকল জনগনকে এডিস মাশক জন্মানোর স্থানগুলিকে সনাক্ত করে জিবানু নাশক স্প্রে করতে বলেন। তিনি বাড়ীর আঙ্গিনা পরিষ্কার রাখতে বাড়িতে ব্যবহারিত অপ্রয়োজনীয় পানি,ময়লা সর্বক্ষণ পরিস্কার রাখতে পরামর্শ দেন।