সাতক্ষীরা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাতক্ষীরার মুক্তিযোদ্ধাদের ৩ লক্ষ টাকার চেক প্রদান

By daily satkhira

June 04, 2020

আসাদুজ্জামান :  সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নিকট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ চেক প্রদান করেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি বলেন, দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। দেশ ও জাতি তাদেরকে অনেক সম্মানিত করেছে। দেশ আজ প্রাণঘাতী করোনা ভাইরাসের করণে কঠিন সময় পার করছে। করোনা ভাইরাসের কথা বিবেচনা করে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা দেশের মানুষের সহযোগিতার জন্য জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করে বীর মুক্তিযোদ্ধারা আবারও প্রমাণ করল তারা দেশ ও দেশের মানুষের জন্য সব সময় পাশে আছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান প্রমুখ।##