সাতক্ষীরা

সাতক্ষীরা শহরে মাস্কবিহীন ঘোরাঘুরি করায় তিনজনকে জরিমানা

By daily satkhira

June 04, 2020

শহর প্রতিনিধি : বৈশ্বিক মহামারিতে করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করায় মাস্কবিহীন উপজেলা ভূমি অফিসে অযথা ঘোরাঘুরি করার অপরাধে তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষনিকভাবে জরিমানাসহ সতর্ক করলেন সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে সদর ভূমি অফিসের মধ্যে তিনজন ব্যক্তি জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে মাস্ক বিহীন ঘোরা-ঘুরি করছিল। সরকারি নির্দেশনা অমান্য করায় মাস্কবিহীন উপজেলা ভূমি অফিসে অযথা ঘোরাঘুরি করার অপরাধে তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সদরের কুখরালী এলাকার জামশেদ এর ছেলে রুহুল কুদ্দুস, সদরের মাগুরা গ্রামের মেছের আলীর ছেলে কবির ও শহরের পলাশপোল এলাকার হাসান গাজীর ছেলে নজরুল ইসলামকে দন্ডবিধির ১৮৬০ আইনে প্রত্যেককে ২০০ শত টাকা করে জরিমানা করা হয়। এসময় ঐ তিন ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও সতর্ক করা হয়। সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।