রাজনীতি

সাতক্ষীরায় করোনাকালীন দুঃসময়ে গর্ভবতী মায়েদের উপহার প্রদান

By Daily Satkhira

June 05, 2020

প্রেস বিজ্ঞপ্তি: বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র মৈত্রী, সাতক্ষীরা জেলার গৃহীত কর্মসুচি “করোনাকালীন দুঃসময়ে গর্ভবতী মায়েদের উপহার প্রদান” অর্থাৎ এই অভাব অনটনে যেন গর্ভবতী মায়েরা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত না হয় সেই লক্ষে ক্ষুদ্র প্রয়াসের যাত্রা শুরু হয় সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোলে উপহার প্রদানের মধ্য দিয়ে। এবং এই ভয়াবহ সময়ে গর্ভবতী মায়েদের সচেতনতা বৃদ্ধির জন্য কিছু নির্দেশনা প্রদান করা হয়। প্যাকেজে থাকছে ৬ টি ডিম, হাফ লিটার গরুর দুধ, ২০ টি খোরমা, ১ প্যাকেট বাদাম, কলা, মাস্ক, সাবান ও লিফলেট। উক্ত কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক কর্মী নাসরীন খান লিপি। উদ্যোগটি সফল করতে সক্রিয় ভূমিকায় ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ও সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব অদিতি আদৃতা সৃষ্টি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সরকার, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সুমাইয়া ঝরা, সদস্য অর্পণ সাম্য, রুবিনা পারভীন রুমিসহ অনেকে।