সাতক্ষীরা

সেঞ্চুরি একাডেমির ৫৬তম দিনেও বিনামূল্যে শাক সব্জি বিতরণ চলমান

By daily satkhira

June 05, 2020

প্রেস বিজ্ঞপ্তি : ২০০০ সালের বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের করোনার সময় সমন্বিত কার্যক্রম গত এপ্রিলের ৭তারিখ থেকে শুরু হওয়া বিনামূল্যে শাক সব্জি বিতরণ ( ঈদের কয়েকদিন ছাড়া)) চলমান ছিলো। সেঞ্চুরি একাডেমির এর উদ্যোগে বিনা মূল্য শাক সবজি বিতরণ কর্মসূচি শুক্রবার ০৫জুন২০২০ তারিখ বৃহস্পতিবার ছিলো ৫৬ তম দিন। সরকারি সিদ্ধান্ত মোতাবেক লকডাউন শিথিল করায় সীমিত আকারে শুধু মাত্র সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সর্বমোট ৫৯৩টি পরিবারের জন্য বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়। আজ পুইশাক,কলমিশাক ও মিষ্টিকুমড়ো ছিলো বিতরণের তালিকায়। আগামীকালও সকাল ১০টা থেকে বিতরণ করা হবে গার্লস স্কুলের সামনে থেকে এবং চাহিদা আসলে সীমিত কয়েকটি এলাকায় বিতরণ করা হবে ইনসাআললাহ।