দেবহাটা

দেবহাটায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রেহাই পেল কলেজ ছাত্রী

By daily satkhira

June 06, 2020

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো ; দেবহাটায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রেহাই পেল এক কলেজ ছাত্রী। এই ছাত্রী ্উপজেলার টাউন শ্রীপুর -দাঁদপুর গ্রামের আকবার গাজীর কন্যা এবং সরকারী খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের এইচএসসি পড়–য়া ছাত্রী। জানাযায়, উপজেলার টাউন শ্রীপুর -দাঁদপুর গ্রামের আকবার গাজীর অ-প্রাপ্ত বয়স্কা কন্যার বিয়ে ঠিক হলে শুক্রবার সন্ধ্যার দিকে খুলনা পাইকগাছা থেকে ছেলে পক্ষের ১৫/২০ জন হাজির হয় কন্যার বাড়িতে। প্রস্তুতি চলছিল এমন একটি গোপন তথ্য পেয়ে রাত ১০টার দিকে সরোজমিনে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। পন্ড হয় দুই পরিবারের ছেলে-মেয়ের বাল্যবিবাহ দেওয়ায় পরিবল্পনা। বাল্য বিবাহ থেকে রক্ষা পায় মেয়েটি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বাল্য বিবাহের বিষয় কোন ছাড় দেওয়া হবেনা।