জাতীয়

রিমান্ড শুনানি হবে ভার্চুয়াল আদালতে -সুপ্রিমকোর্ট

By Daily Satkhira

June 08, 2020

দেশের খবর: করোনাকালে কারাগারে থাকা ফৌজদারি মামলার আসামির রিমান্ড শুনানি ভার্চুয়াল আদালতে করা যাবে। রোববার বিকালে প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। সার্কুলারে বলা হয়েছে, ‘ফৌজদারি মামলার কোনো আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট কারাগারের ভার্চুয়াল কনফারেন্সের লিংক পাঠিয়ে শুনানি নেয়া ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে নিজ চোখে দেখে শুনানি করা সম্ভব হলে রিমান্ড শুনানি করা যাবে। দেওয়ানি ও ফৌজদারি মামলা বা আপিল দায়ের ভার্চুয়াল পদ্ধতিতে নেয়া যাবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এর আগে ১০ মে থেকে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়।