দেবহাটা

দেবহাটায় সেনাবাহিনীর সহায়তা পেল ৪টি অসহায় পরিবার

By daily satkhira

June 08, 2020

দেবহাটা ব্যুরো : সস্প্রতি হয়ে যাওয়া সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারদেকে নিয়ে মানবেতর জীবনযাপনের বিষয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনীর বিষয়টি নজরে আসে। এরপর যশোর সেনা নিবাসের ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা গত কয়েকদিন ধরে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। একই সাথে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে গৃহনির্মানে সহযোগীতার পাশাপাশি ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে সোমবার ঘূর্ণিঝড় আম্ফানে বিপন্ন মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর নিরন্তর সেবার অংশ হিসেবে গৃহনির্মানের জন্য সিমেন্টের শীট বিতরন করা হয়। দেবহাটা উপজেলার ৩ টি পরিবার প্রত্যেককে ৭২পিচ এবং অসহায় ১টি প্রতিবন্ধী পরিবারকে ২০ পিচ সিমেন্টের শীট প্রদান করা হয়। আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সহায়তায় ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের লেফঃ কর্ণেল ফারহান মনিরের নেতৃত্বে ক্যাপ্টেন জিসান এর উপস্থিতিতে দেবহাটা প্রেসক্লাব চত্বরে এ সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, সাংঠনিক সম্পাদক ও সুপ্রভাত সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক প্রমুখ। এদিকে, অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর দেওয়া এ সহযোগীতায় নতুন করে মাথা গোজার ঠাই হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানায় অসহায় পরিবারগুলো।