তালা

তালায় গৃহবধূর করোনা সনাক্ত: ৫ বাড়ি লকডাউন

By daily satkhira

June 08, 2020

তালা প্রতিনিধি ॥  সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের আসমা বেগম (২৩) নামের আরেক গৃহবধূর করোনা সনাক্ত হয়েছেন। আক্রান্ত ঐ গৃহবধু কাটাখালী গ্রামের মোঃ আল আমীন শেখের স্ত্রী। সোমবার (৮ জুন) তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, গৃহবধূ আসমা বেগম গত ৩ জুন সামান্য জ্বর সর্দি কাশি নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান। এ সময় কর্তব্যরত ডাক্তার অনিমেশ করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পরামর্শ দেওয়ায় তিনি পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। পরবর্তীতে সোমবার তার নমুনা ফলাফলে করোনা পজেটিভ আসে। এ সময় পুলিশ তার স্বামীর বাড়িসহ আশপাশের ৫টি বাড়ি লকডাউন করে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আক্রান্ত ওই গৃহবধূর বাড়িসহ আশেপাশের ৮/১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সবসবময় তাদের পাশে অছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন। এদিকে এ নিয়ে তালা উপজেলা ২ জন নারীসহ মোট ৪ জন করোনা পজেটিভ রোগি সনাক্ত হলেও একজন ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন।