তালা

সাতক্ষীরার তালায় ভুয়া প্রকল্পে নিয়োগের নামে অর্থ আদায়, আটক ৫

By Daily Satkhira

June 11, 2020

এসএম বাচ্চু : সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ভুয়া প্রকল্পে নিয়োগের নামে আত্মসাতের অভিযোগ রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি,র কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়। তাদেও বিরুদ্ধে ভুয়া প্রকল্পের নামে প্রায় ৪ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে । আটককৃতরা হলেন,ঢাকাস্থ রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বরগুনা জেলার জালিয়াঘাটা গ্রামের মোসলেম আলী খাঁনের ছেলে জামাল হুসাইন (৪৫),বরগুনা জেলার পাথরঘটা উপজেলার লাকুরতলা গ্রামের মৃত: তোজাহার আলীর ছেলে আবুল বাসার(৪৮),সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মৃত:ময়েজদ্দীনের ছেলে আব্দুল মজিদ(৪৭), চট্রগ্রাম জেলার চকবাজার এলাকার মৃত:আমিনুর ইসলামের ছেলে আবুল কালাম আজাদ(৫৬) ও গোপালগঞ্জ জেলার কেকালিয়া গ্রামের মুনিরুজ্জামানের ছেলে ইউসুফ আলী (৫৫)। অভিযোগ সুত্রে জানাযায়,উপজেলায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় বায়ুমন্ডলে কার্বন হ্রাসকরণ প্রকল্পে (সিডিএম) গ্রাম পর্যায়ে বনায়ন ও জরিপ করার জন্য রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন আওতায় ভুয়া ভাবে ৩৬ জনকে নিয়োগ করা হয়। তাদের কাছ থেকে ম্যানেজার পদে ১৫ হাজার ও মাঠকর্মীদের মাথা প্রতি ১০ হাজার হাতিয়ে নেয়। বৃহস্পতিবার রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সহ পাঁচজন এলাকায় আসলে কর্মীরা বেতন ভাতা ও জামানতের টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করে। এসময় কর্মীরা উপজেলার শুভাষিণী এলাকায় তাদেরকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ খবর পেয়ে তাদেরকে আটক করে। নির্বাহী পরিচালক জামাল হুসাইন জানান,করোনা ভাইরাসের কারণে প্রকল্পের কাজটি পিছিয়ে গেছে। আমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিয়োগ দিয়েছি তাছাড়া আমি নিয়োগপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে কোন টাকা গ্রহন করেননি। তালা থানার অফিসার ইনচার্জ মো:মেহেদী রাসেল জানান, রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন নিয়োগপ্রাপ্ত কর্মীরা তাদেরকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ৫ জনকে আটক করা হয়েছে।