কাশিমাড়ী প্রতিনিধি : ১২ ই জুন শুক্রবার বেলা দশটায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী মাদানী ফাউন্ডেশন ময়দানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলায় ৫০০ অসহায় পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা অনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.সোলায়মান কবীর, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী নুরজাহান পারভীন ঝর্না, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, তথ্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর সিদ্দিকী, উপজেলা যুবদলের সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল করিম, কাশিমাড়ী বিএনপি নেতা জামিরুল ইসলাম বাবলু ও আক্তার ফারুক সহ স্থানীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে কাশিমাড়ী ইউনিয়নের ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন বিএনপি পদ দখলের রাজনীতি করে না। সাধারণ মানুষের রাজনীতি করে, সাধারণ মানুষের সুযোগ সুবিধার রাজনীতি করে। বিএনপি এবং তারেক রহমান সাধারণ, নিপীড়িত, অসহায়, দুস্থ ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সব সময় ছিল, আছে এবং থাকবে। তার প্রমান আপনারা দেখেছেন ইতিমধ্যে তারেক রহমান করোনাভাইরাস সংকটে কর্মহীন সাধারণ অসহায় মানুষদেরকে বিভিন্ন হবে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছেন এবং ঘূর্ণিঝড়ে আম্ফানে ক্ষতিগ্রস্ত ও মৃত্যুবরণকারীর পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়াও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষ কিভাবে দিনাতিপাত করছে সেটাও তিনি পর্যবেক্ষণ করছেন। তারই ফলস্বরূপ আজকে আপনাদের কাছে আসা।