প্রেস বিজ্ঞপ্তি : ২০০০ সালের বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের করোনার সময় সমন্বিত কার্যক্রম গত এপ্রিলের ৭তারিখ থেকে শুরু হওয়া বিনামূল্যে শাক সব্জি বিতরণ (( ঈদের কয়েকদিন ছাড়া) ছিলো।
সেঞ্চুরি একাডেমির এর উদ্যোগে বিনা মূল্য শাক সবজি বিতরণ কর্মসূচি আজ ১২জুন ২০২০ তারিখ শুক্রবার ছিল ৬৩ তম দিনে মাত্র ৬০৬ পরিবারের জন্য শাক সব্জি বিতরণ করা হয়।
বাজারে শাক সব্জি সরবরাহ অনেক কম হওয়া ও লকডাউন শিথিল করায়, শুধু মাত্র সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সীমিত আকারে বিতরণ কার্যক্রম চালু রাখা হয়েছিল।
পরিস্থিতির উন্নতি হওয়ার আশায় এবং লক ডাউন শিথিল করায় জীবন যাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় আগামী কাল থেকে সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা এর উদ্যোগে বিনা মূল্য শাক সবজি বিতরণ কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।
আমাদের এই কার্যক্রম চলাকালীন সময় আমাদের অজান্তে ও জানা মতে যে সব ভুল ত্রুটি হয়েছে সে জন্য প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েছেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা এর প্রতিষ্ঠাতা শেখ এজাজ আহমেদ স্বপন।
সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা আগামী কাল থেকে সুপার সাইক্লোন আমপান এলাকায় কার্যক্রম শুরু করবেন