শ্যামনগর প্রতিনিধিঃ বাংলাদেশের সর্বশেষ প্রান্ত সুন্দরবন উপকূলীয় জেলা সাতক্ষীরা জেলার শ্যামনগরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০১৯/২০ অর্থবছরের জন্য বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায়, শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতারণ করে। ১৪ ই জুন রবিবার বেলা ১২ টায় উপজেলা হলরুমে। শ্যামনগর উপজেলার মালঞ্চ নৃতাত্ত্বিক আদিবাসী শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর সদস্যদের ছেলে মেয়েদের মাঝে ২ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি ও ৩০ টি বাইসাইকেল বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ,ন,ম আবুজার গিফারী। এসময় উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জননেতা মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা যানান এবং সকলকে সামাজিক গুরুত্ব মেনে ঘরে থাকার আহ্বান করেন।