সাতক্ষীরা

সাতক্ষীরায় বড় ভাইয়ের পরিবারের সদস্যদের হত্যা চেষ্টার অভিযোগ

By daily satkhira

June 14, 2020

নিজস্ব প্রতিনিধি :  জমি জমা সংক্রান্ত বিরোধে ভাড়াটিয়া বাহিনী দিয়ে বড় ভাইও তার পরিবারের সদস্যদের হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। যদিও এলাকাবাসী ধাওয়ায় ওই ভাড়াটিয়া সন্ত্রাসীরা মটরসাইকেলে ফেলে পালিয়ে যায়। রোববার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর এলাকায় এঘটনায় ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে মাহমুদপুর এলাকার মৃত ওহেদ বক্সের বড়পুত্রের সাথে ছোটপুত্র কাসেদ আলী গাজীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে বড় ভাই ও তার পরিবারের সদস্যদের সায়েস্তা করতে ৬জন সন্ত্রাসী ভাড়া করে ছোট ভাই কাসেদ আলী। সে অনুযায়ী রোববার দুপুরে কাসেদের নেতৃত্বে তার পুত্র শিমুল হোসেন, স্ত্রী আঞ্জুয়ারা খাতুন, কন্যা শিউলী খাতুনসহ ভাড়াটিয়া বাহিনীর সদস্যরা ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বড়ভাই জিয়াদ আলী বাড়িতে অতর্কিত চালায়। এসময় তারা ধারালো চাকু দিয়ে বড় ভাই জিয়াদ গাজীর পুত্র শফিকুলের পেটে খোচা মেরে গুরুতর আহত করে। এছাড়া জিয়াদের স্ত্রী রুপিয়া, পুত্র শহিদুল, শরিফুল এবং শরিফুলের স্ত্রী শিল্পী খাতুন ঠেকাতে আসলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ওই ভাড়াটিয়াদের ধাওয়া করলে তারা মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে শফিকুলের অবস্থা আশংখা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এদিকে গ্রাম্য চৌকিদারের মাধ্যমে ভাড়াটিয়াদের মটরসাইকেলগুলো স্থানীয় ইউপি সদস্যের কাছে জিম্মায় রাখা হয়েছে বলে এলাকাবাসী জানান। এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।