সাতক্ষীরা

সাতক্ষীরায় নাসিমের মৃত্যু নিয়ে আপত্তিকর স্ট্যাটাস ॥ মন্ময় মনিরের বিরুদ্ধে মামলা

By daily satkhira

June 15, 2020

নিজস্ব প্রতিনিধি : ১৩ জুন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে কলরোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মন্ময় মনিরের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর বাদী হয়ে কলারোয়া থানায় এ মামলা দায়ের করেন। যার মামলার নং-১০ তাং-১৪.০৬.২০২০। তার প্রকৃত নাম মনিরুজ্জামান(মন্ময় মনির)। তিনি কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের মৃত. আয়েজ উদ্দীন সরদারের পুত্র ও সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক। কলারোয়া উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন জানান, মন্ময় মনির তার ফেসবুকে একটি আপত্তিকর ষ্ট্যাটাস পোস্ট করেছেন। তার ফেসবুকে যে ষ্ট্যাটাস দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো, “বড় বড় চোরদের মৃত্যুতে রাষ্ট্র নায়করা ব্যথিত হবেন, শোক প্রকাশ করবেন, এটাও বেদনার, এটাও শোকের”। এই ষ্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত প্রতিবাদের ঝড় ওঠে। তিনি যে উক্তি ব্যবহার করেছেন এটি মানহানিকর। তিনি জেনেশুনে দলের ও নেতাদের সুনাম নষ্ট করেছন। তাই এ ঘটনায় বাধ্য হয়ে তিনি মন্ময় মনিরের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গিয়াস মামলার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, মন্ময় মনিরের বিরুদ্ধে দেশের ক্রান্তিলগ্নে ফেসবুকে বিভিন্ন আপত্তিকর পোস্ট দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। হঠাৎ হঠাৎ বলিউড নায়িকাদের আপত্তিকর ছবি পোস্ট করেন যা শিক্ষক সুলভ নয় বলে মনে করেন নেটিজেনরা। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিয়োগে যখন সারা দেশ শোকাহত তখনও তিনি এধরনের পোস্ট করার দৃষ্টাত দেখিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ঘটিয়ে বলে মনে করেন সচেতন মহল।