শ্যামনগর

শ্যামনগরে যৌতুক ও মারপিটের অভিযোগে গৃহবধু’র মামলা

By daily satkhira

June 15, 2020

শ্যামনগর ব্যুরো :  সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামে পুত্রবধূর পরিবারের কাছ থেকে যৌতুক এর টাকা আদায় ও মারধরের ঘটনায় শ্যামনগর থানায় মামলা করেছে নির্যাতিত গৃহবধু। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে মোছাঃ তাসমিন নাহার বাদী হয়ে একই উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের নুরুল ইসলাম সরদার,তার পুত্র মুকুল হোসেন,স্ত্রী শাহনারা বেগম এর বিরুদ্ধে অভিযোগ করেন, তারা নারী নির্যাতনকারী, যৌতুক লোভী, আইন অমান্যকারী।গত ২০১৬ সালের ৬ জুনে ৫ লক্ষ ১টাকা দেনমোহরে মুকুল ও তাসমিন নাহারের বিয়ে হয়। বিয়েতে উপঢৌকন হিসেবে নগদ ২লক্ষ টাকা যৌতুক হিসাবে নেয় তাসমিন নাহারের স্বামীর পরিবার। এর পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন সময়ে যৌতুকের টাকা দাবি করতে থাকে। গত ১০ জুন ত ২০ তারিখে যৌতুকের টাকা চেয়ে না পেয়ে ব্যাপক মারপিট করলে গৃহবধু তাসমিন নাহার সংজ্ঞাহীন হয়ে পড়ে, পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এঘটনায় ১২ ই জুন তাসমিন নাহার বাদী হয়ে স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। যার নং ২৪। মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন আসামী ধরার চেষ্টা চলছে, আমাদের অভিযান অব্যাহত আছে। এদিকে অসহায় গৃহবধু তাসমিন নাহার সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।