সাতক্ষীরা

শ্যামনগরে বেঁড়ীবাঁধ সংস্কার কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনও

By daily satkhira

June 15, 2020

শ্যামনগর ব্যুরো : ১৫ জুন সোমবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী ক্ষতিগ্রস্থ কাশিমাড়ী ইউনিয়নের বেঁড়ীবাঁধ সংস্কার কার্যক্রম পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী। এসময় উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম আব্দুর রউফ। উল্লেখ্য গত ২০ মে ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হয় এবং শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয় । কাশিমাড়ী ইউনিয়নে ব্যাপক নদী ভাঙনের ফলে সম্পূর্ণ ইউনিয়ন প্লাবিত হয়। আম্পান পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার বেঁড়েবাঁধ সংস্কারে নির্দেশনা প্রদান করেন ইউপি চেয়ারম্যানকে। কিন্তুু কোনভাবেই রিংবাঁধ টিকিয়ে রাখা সম্ভব হচ্ছেনা। এমতবস্থায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশকে সম্মান জানিয়ে উক্ত ইউনিয়নে আবারও ৩/৪ হাজার ইউনিয়নবাসী বেঁড়ীবাঁধ সংস্কারে স্বেচ্ছায় কাজ করেন। ইউনিয়নবাসীর এ মহতি কার্যক্রম কে সাধুবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন ‘উপজেলা প্রশাসন, শ্যামনগর সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে’। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে ভাঙন কবলিত স্থানে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পাশে দাড়ানোর জন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান, কাশিমাড়ী ইউপি উপজেলা নির্বাহী অফিসারকে আন্তরিক ধন্যবাদ জানান