সাতক্ষীরা

ঘুর্ণিঝড় আম্ফানে নিহত পরিবারকে সাতক্ষীরা জেলা পরিষদের সহায়তা

By daily satkhira

June 16, 2020

ডেস্ক রিপোর্ট : ঘুর্ণিঝড় আম্ফানে গাছচাপায় নিহত পরিবারের মাঝে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২টায় জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ঘুর্ণিঝড় আম্ফানে গাছ চাপা পড়ে নিহত পরিবারের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন,‘সাতক্ষীরায় মহামারী করোনার মধ্যেও সুপার সাইক্লোন আম্ফানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বাংলাদেশের মধ্যে ঘুর্ণিঝড় আম্ফানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাতক্ষীরায়। ওই প্রলয়ংকারী ঘুর্ণিঝড় আম্ফানে গাছচাপায় নিহত হন শহরের বাঁকাল সরদার পাড়া এলাকার শামছুর রহমান। নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ। সাতক্ষীরা জেলা পরিষদ জেলার মানুষের সেবা ও কল্যাণে সর্বদা কাজ করে যাবে। বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেই মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন সকলের কাছে। এসময় তিনি নিহতের ছেলে মো. রফিকুল ইসলামের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমানসহ জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তাবৃন্দ।