আসাদুজ্জামান : সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিকদল, ট্রাক শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। সোমবার সকাল থেকে শুরু হওয়া বিভিন্ন সংগঠনের খন্ড খন্ড র্যালিতে সাতক্ষীরা শহর মুখরিত করে তোলে। দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসন একটি বর্ণাঢ্য র্যালি বের করে । র্যালিতে নেতৃত্ব দেন, জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দীন, পুলিশ সুপার আলতাফ হোসেন । র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্প কলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এর পর সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এদিকে, সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
অপরদিকে, সকাল সাড়ে ৯ টায় জাতীয়তাবাদী শ্রমিকদলের একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিকদলের এ র্যালিতে নেতৃত্ব দেন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক।