শ্যামনগর

শ্যামনগরে জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ

By daily satkhira

June 17, 2020

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়নে জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ঈশ্বরীপুর ইউনিয়নের জেলেদের নামীয় তালিকায় প্রতি জেলের সরকারি ভাবে বরাদ্দকৃত ৫৬ কেজি চাল থাকা স্বত্তেও মাত্র ৪৫ থেকে ৪৬ কেজি চাল পেয়েছেন তারা। ভুক্তভোগী জেলে আবু ইছা গাজী, নুর ইসলাম পাড়, হামেদ গাজী, আজহারুল ইসলাম, ইউনুছ আলি জানান, ঈশ্বরীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জি,এম,শোকর আলির তত্বাবধানে বরাদ্দকৃত ৫৬ কেজি চাল থাকা স্বত্তেও তারা তা পাননি, তাদেরকে চাল কম দেওয়া হয়েছে। কেউ কেউ অভিযোগে বলেন তাদের কে ৪৫ থেকে ৪৬ কেজি চাল করে চাল দেওয়া হয়েছে। জেলেরা আরো জানান, বর্তমান সরকার জেলেদের দুঃখ কষ্ট অনুভব করে তাদের জন্য ১ম পর্যায়ে ৫৬ কেজি চাল বরাদ্দ দিয়েছেন। অথচ সে পরিমান চাল না পেয়ে কম চাল পাওয়ায় তারা হতাশ হয়েছেন। ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জি,এম,শোকর আলি বলেন, এধরনের অভিযোগের কোন সুযোগ নেই। আমরা ৫১ কেজি বস্তা একটা করে এবং ৫ কেজি আলাদা দিয়েছি। ৪৫-৪৬ কেজির কিভাবে হবে। কারণ ৫১ কেজির ইনটেক বস্তা। তাতে কম হওয়ার কোন সুযোগ নেই। ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

১৭.০৬.২০২০