কলারোয়া

কলারোয়ায় চাঁদা না দেওয়ায় ২০লক্ষাধিক টাকার কুল গাছ কর্তনের অভিযোগ

By daily satkhira

June 17, 2020

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় চাঁদা না দেওয়ায় ২০লক্ষাধিক টাকার কুল গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের দাবিতে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাবাড়িয়া মাঠে ৫ বছরের জন্য জমি লীজ নিয়ে ১০ বিঘা জমিতে কুলের চাষাবাদ করে আসছিলেন একই উপজেলার কোমরপুর গ্রামের মৃত. শাবুরারী গাজীর পুত্র আব্দুর রশিদ গাজী। কিন্তু সোনাবাড়িয়া এলাকার মৃত দীন আলী শেখের পুত্র সেলিম হোসেন, মৃত. নুর আলী ফকিরের পুত্র আঃ মাজেদ,মৃত আফিল উদ্দীনের পুত্র মনির হোসেন প্রায়ই রশিদের কাছে চাঁদা দাবি করতো। চাঁদার টাকা না দেওয়ায় তারা প্রায়ই বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শন করতো। এর জের ধরে গত ১৫ জুন ২০২০ তারিখ রাতে উল্লেখিত ব্যক্তিরা দা,কুড়াল নিয়ে উক্ত সম্পত্তি লাগানো চারশত কুল গাছ কেটে দেয়। এতে তার প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই করোনা পরিস্থিতিতে বাগানের এত বড় ক্ষতি কিভাবে সামলিয়ে উঠবেন তা নিয়ে গভীর চিন্তায় পড়েছেন। আব্দুর রশিদ। এঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।