সাতক্ষীরা

ধুলিহর সুপারীঘাটায় দোকানের তালা কেটে দুর্ধর্ষ চুরি

By daily satkhira

June 17, 2020

আজিজুল ইসলাম: সদর উপজেলার ধুলিহর সুপারীঘাটা বাজারে “মিলন টেলিকম এণ্ড ইলেকট্রনিক্স” দোকানের তালা কেটে প্রায় দেড়লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ১৬ জুন) দিবাগত রাত্রে। এ ঘটনায় দোকানের মালিক মিলন বিশ্বাস সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে প্রকাশ, ধুলিহর ইউনিয়নের তেঁতুলডাঙ্গা গ্রামের মৃত বিধান চন্দ্র বিশ্বাসের পুত্র মিলন বিশ্বাস সুপারীঘাটা বাজারে অবস্থিত নিজের “ মিলন টেলিকম এণ্ড ইলেকট্রনিক্স” দোকান থেকে প্রতি দিনের ন্যায় যাবতীয় কার্যক্রম শেষ করে (১৬ জুন) মঙ্গলবার রাত্র অনুমান সাড়ে ১০ টার দিকে বাড়ীতে যায়। পরের দিন (১৭ জুন) সকালে দোকানে এসে দেখে তার দোকানের তালা কেটে অজ্ঞাতনামা চোর বা চোরেরা নগদ ১০ হাজার টাকা, ৩০ হাজার টাকা মূল্যের ১টি ল্যাপটব, ১৪ হাজার টাকার ২টি হারডিক্স, ১০ হাজার টাকার ৫টি মোবাইল, ২০ হাজার টাকার ২টি ট্যাব, ৫ হাজার ১ শত টাকার ৩টি বিদেশী টর্চ লাইট, ৭ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড, ৬ হাজার টাকার ৩০ টি মোবাইল ব্যাটারী, ৩ হাজার টাকার ১০ টি মেমোরি কার্ড, ৩০ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রিক মালামালসহ মোট ১ লক্ষ ৩৫ হাজার ১ শত টাকার মালামাল চুরি হয়ে গেছে। আর এই চুরির ঘটনায় পিতৃহারা দোকান মালিক মিলন বিশ্বাসের স্বপ্ন শেষ হয়ে গেছে। সে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এ.এস.আই শিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা যায়। এদিকে চুরির ঘটনায় ঐ বাজারসহ ধুলিহর ইউনিয়নের প্রত্যেকটি জায়গায় চুরির আতংক বিরাজ করছে।