সাতক্ষীরা

দৈনিক কালের চিত্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা ॥ উন্নয়নের স্বপক্ষে কাজ করতে হবে

By daily satkhira

June 17, 2020

ডেস্ক রিপোর্ট : সংবাদপত্র আলোকিত সমাজ গঠনে কাজ করে আসছে। সমাজের অনিয়ম, বিশৃংখলা চিহ্নিত করে দেওয়ার দায়িত্বে নিয়োজিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াগুলি ভূমিকা রাখছে। এসব গনমাধ্যমকে আরও বেশী গতিশীল হয়ে কাজ করতে হবে। উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌছাতে আমাদের আরও বেশী কাজ করতে হবে। একই সাথে করোনা দুর্যোগকে প্রতিহত করে মানবসেবায় আরও বেশী গতিশীল হতে হবে। বুধবার সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক কালেরচিত্র পত্রিকার ৮ম বর্ষ পার করে ৯ম বছরে পদার্পন উপলক্ষ্যে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন। স্থানীয় এলজিইডি ভবনে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক মন্ডলীর সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান চলাকালে মোবাইল ফোনে দৈনিক কালের চিত্র পত্রিকা ৯ম বর্ষে পদার্পনে শুভেচ্ছা জানান আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। প্রধান অতিথি ছিলেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী। স্বাগত বক্তব্য দেন কালের চিত্র পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। এসময় বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ সভাপতি আশেক ই এলাহি, সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী, জনকন্ঠের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাúÍাহিক সুর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী পল্টু প্রমূখ। বক্তারা বলেন, কালের চিত্র পত্রিকাটি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে। গনতান্ত্রিক সমাজ গঠনে একসাথে উন্নয়নের কাজ করতে হবে জানিয়ে তারা বলেন, সাতক্ষীরার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে।