দেবহাটা

দেবহাটায় দৈনিক কালের চিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

By daily satkhira

June 17, 2020

দেবহাটা ব্যুরো: দেবহাটায় দৈনিক কালের চিত্র পত্রিকার ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার দেবহাটা ব্যুরো প্রধান আব্দুর রব লিটুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে বাপ্পার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার দেবহাটা উপজেলা প্রতিনিধি নির্মল কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, সদস্য এমএ মামুন, মোসলেম আলী, আব্দুল আলিম মিঠু, জিএম আব্বাস উদ্দীন, এস.এম নাসির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, সখিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, সাবেক ইউপি সদস্য ডা: নজরুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি বোরহান উদ্দীন খান রিপন, দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান, পারুলিয়া প্রতিনিধি ডা: মনিরুল ইসলাম, নওয়াপাড়া প্রতিনিধি আসাদুজ্জামান সুমন, সখিপুর প্রতিনিধি ইয়াকুব হোসেন রাজু সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, গণমাধ্যম দেশ ও জাতির কল্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় দৈনিক কালের চিত্র অব্যাহত ভূমিকা প্রশংসার দাবিদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার সাহসী ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রায় ইতিমধ্যে বাংলাদেশ বিশ্বব্যাপী নজর কেড়েছে, অর্জন করেছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা। দৈনিক কালের চিত্র পত্রিকার ৯ম বর্ষে পদার্পন হওয়ায় এই পত্রিকার সবাইকে অভিনন্দন। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দৈনিক কালের চিত্র সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে চেষ্টা করে। একইসঙ্গে সত্যকে তুলে ধরতে একটা আপসহীন অবস্থানে আছে দৈনিক কালের চিত্র। সত্য প্রকাশের ক্ষেত্রে দল, মত ও মতাদর্শিক বিশ্বাস প্রাধান্য পায় না। দীর্ঘ পথচলায় সবসময় মুক্তিযুদ্ধের পক্ষেই থেকেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে গৌণ করে দেখেনি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দৈনিক কালের চিত্র আরও এগিয়ে নিয়ে যেতে সাফল্য কামনা করছি।