সাতক্ষীরা

সাতক্ষীরায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল-আযহা উদযাপিত হচ্ছে

By Daily Satkhira

September 13, 2016

আসাদুজ্জামান: ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে ইমামতি করেন পুরাতন কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ মাও. জালাল উদ্দীন। এদিকে, আহলে হাদিস অনুসারীদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৮ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে। এছাড়া সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা, সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে, সকাল সাড়ে ৭ টায় পাওয়ার হাউস জামে মসজিদে, সকাল ৮ টায় কালেক্টরেট জামে মসজিদে, সকাল ৮ টা ১৫ মিনিটে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। কেন্দীয় ঈদগাহের ঈদের জামাতকে ঘিরে তৎপর ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাতে অংশ নেন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীনসহ রাজনৈতিক, সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে। ঈদের নামাজের পর দেশ-জাতির সম্মৃদ্ধি ও সকল মানুষের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।