শ্যামনগর

গাবুরায় টেকসই বাঁধের দাবিতে মানব্বন্ধন

By daily satkhira

June 21, 2020

গাবুরা প্রতিনিধি: টেকসই ভাবে উপকূল রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন ডুমুরিয়া খেয়াঘাট এলাকায় মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার বেলা দশটা থেকে প্রায় তিন ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাগরকুলের দ্বীপ ইউনিয়ন গাবুরাতে আরও বেশী সাইক্লোন শেল্টার নির্মাণেরও দাবি জানান। “ত্রাণ চাইনা, বাঁধ চাই” “ভাসতে চাই না, সাইক্লোন শেল্টার চাই”- এমন শ্লোগান সংবলিত প্লাকার্ড নিয়ে মানববন্ধনে উপস্থিত জনতা টেকসই বাঁধ নির্মাণ সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের দাবি জানান। গাবুরা ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগ এবং গাবুরা আরও চল্লিশটিরও বেশী সামাজিক সংগঠনের সক্রিয় সহযোগীতায় খোলপেটুয়া নদীর তীরবর্তী ডুমুরিয়া এলাকার উপকূল রক্ষা বাঁধের উপর অনুষ্ঠিত মানববন্ধনে পাশর্^বর্তী বুড়িগেয়ালীনি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের শত শত মানুষ অংশ নেয়। সামাজিক দুরত্ব রক্ষা করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিচ্ছিন্ন দ্বীপ হওয়াতে আধুনিক জীবনের সকল সুযোগ সুবিধা থেকে গাবুরাবাসী বঞ্চিত। প্রতিনিয়ত এ দ্বীপের মানুষকে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করতে হয়। আগ্রাসী নদী ভাঙনের সাথে সাথে সিডর, আইলা, বুলবুল আর আম্পানের সাথে লড়াই প্রতি মুহুর্তের। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন বাঁধ ভেঙে বিস্তীর্ণ অংশ প্লাবিত হলে ত্রাণ দেয়া হয়। কিন্তু বাঁধ ভেঙে নদীর লবন পানি লোকালয়ে প্রবেশের ফল দীর্ঘদিন এ অঞ্চলের মানুষকে বহন করতে হয়। তাই ত্রাণের পরিবর্তে তারা ষাটের দশকে নির্মিত বাঁধের নকশা পরিবর্তন সাপেক্ষে নুতনভাবে জরুরী ভিত্তিতে বাঁধ নির্মাণের দাবি জানান। এছাড়া ইউনিয়নটিতে প্রায় ৪৫ হাজার মানুষের বসবাস- উল্লেখ করে প্রতিটি গ্রামে একাধিক সাইক্লোন শেল্টার নির্মাণের বিষয়েও তারা জোরালো দাবি রাখেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাবুরা ওয়েল ফেয়ার সোসাইটির হাবিবুল্লাহ আল মামুন, আবজাল হোসেন, সংগঠনের খুলনা অঞ্চলের সভাপতি আলমগীর হোসেন, মাসুদ রানা, আব্দুল কাদের, সালাউদ্দীন, আবুল হোসেন বাবু, আমান উল্লাহ আমান, খান আবু হাসান, আব্দুল্লাহ মাসুদ, ইউপি সদস্য আবিয়ার রহমান, আজিজুল ইসলাম প্রমুখ।