যশোর

মহাদূর্যোগ করোনা-আম্পান ॥ অব্যাহত যশোর সেনানিবাসের নিরলস প্রচেষ্টা

By daily satkhira

June 21, 2020

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের মহামারীতে যখন সবাই অমানিশার মত অন্ধকারে নিমজ্জিত তখন মানবতার মহান ব্রত নিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষেরসেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। বর্তমান করোনা পরিস্থিতিতে, যশোর অঞ্চলের প্রতিটি প্রান্তিক এলাকার দুর্দশাগ্রস্তমানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সেনা সদস্যরা। দেশপ্রেম আর মানবিক মূল্যবোধ থেকেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজেরা বিনামূল্যে ওষুধও স্বাস্থ্যসেবা প্রদান করছেন। মাঠ পর্যায়ে নিজেদেররেশন বাচিঁয়ে ত্রাণ সহায়তা প্রদান, মানুষকে সচেতন করতে রোদ বৃষ্টি উপেক্ষা করে টহল দেয়া এবং সেই সঙ্গে দুস্থও অসুস্থদের স্বাস্থ্যসেবা প্রদানে বর্তমানে অন্যতম ভরসার নাম বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও গণপরিবহন মনিটারিং, স্বাস্থ্যবিধি সংক্রান্তনীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা, খাদ্য সংকট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ, মাস্কব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করাসহ নানাবিধ জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সে ধারাবাহিকতায় রোববার দিনভর সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকুলীয় অঞ্চল হাজরাখালী, দেবহাটায় দুর্দশাগ্রস্থ মানুষ কে সহযোগিতা করা হয়। এছাড়া সাতক্ষীরা শহরে অসহায় মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাঁধনির্মানের কাজ। আম্পানের প্রভাবে পানি বন্দী শত শত মানুষকে খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এর ফলে উপকূলবর্তী ক্ষতিগ্রস্থ মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।