সাতক্ষীরা

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় কৃষকের মৃত্যু

By daily satkhira

June 22, 2020

নিজস্ব প্রতিনিধি : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে গোলাম রব্বানী নামের এক কৃষক মারা গেছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে ভোর চারটায় তিনি মারা যান। তিনি কলারোয়া উপজেলার গোয়ালচাতর গ্রামের জাহাবক্স দালালের ছেলে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, ডায়েরিয়া ও শ^াসকষ্ট নিয়ে রোববার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন কৃষক গোলাম রব্বানী (৬২)। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাত ১১ টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডাঃ জয়ন্ত সরকার। তার বাড়ি লক ডাউন করার প্রস্তুতি চলছে। এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে ১৫টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।