কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার পারুলিয়ায় শিশু কিশোরদের মাঝে স্বাস্থ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় ঢাকা আহছানিয়া মিশনের ওয়ানপান কাইন্ড প্রজেক্ট’র সহযোগিতায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ২৩ জন হত দরিদ্র শিশু কিশোরদের মাঝে কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। এসময় দরিদ্র শিশুদের মাঝে কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও পনেরশত টাকা করে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, ওয়ারপন কাইন্ড প্রজেক্ট কোয়াডিনেটর আব্দুল কাদের। বিতরণ কালে ইউপি চেয়ারম্যান শিশু কিশোরদের কোভিড- ১৯ মোকাবেলা ও সচেতনতায় বিভিন্ন পরামর্শ প্রদান এবং ঘরে থেকে পড়াশোনায় মনোযোগী হতে বলেন। তবে, শিশু কিশোরদের এধরনের সহযোহিতা এক বছর অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপস্থিত ঢাকা আহছানিয়া মিশনের কর্তকর্তা।