প্রেস বিজ্ঞপ্তি : মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবায় যশোর সেনানিবাস বাঙালির ঐক্য ও সমুজ্জ্বলের প্রতীক, বঙ্গবন্ধু কন্যার নির্দেশে শক্তিধর করোনা ভাইরাসের বিরুদ্ধে মানুষকে সুরক্ষার অন্য রকম এক যুদ্ধে নেমেছেন দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে অদৃশ্য এই শত্রুকে প্রতিহত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এরই ধারাবাহিকতায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। ২২ জুন সোমবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সকাল থেকে একটি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এর নির্দেশনায় এ বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে ঝিনাইদহ জেলার শতাধিক মহিলাকে ১০ জন সামরিক ও বেসামরিক চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল টিম চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এ ছাড়াও গর্ভবতী মায়েদের মাঝে ওষুধ, সাবান, হ্যান্ড সেনিটাইজার এবং ত্রাণ বিতরণ করেন সেনাসদস্যরা। ক্যাম্পেইন পরিচালনাকারী যশোর সেনানিবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যে সকল গর্ভবতী মায়েরা বর্তমানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আতঙ্ক ও দরিদ্রতার কারণে ডাক্তার দেখাতে হাসপাতালে আসতে পারছেন না, তাদের জন্য এ বিশেষ ক্যাম্পেইনটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা পরিস্থিতিতে সকল গন পরিবহনে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে সেনাবাহিনী কর্তৃক উদ্ভাবিত পদ্ধতিতে অটো রিকশার আরোহীগনের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিতকরন এর উদ্বোধন করছেন মাগুরার এম পি সাইফ উজ্জামান শেখর। এ সময় স্থানীয় গন্যমান্য সামরিক এবং বেসামরিক প্রতিনিধি ও উপস্থিত ছিলেন। এছাড়াও করোনা প্রতিরোধে দেশের বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে ত্রান বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, মাস্ক ব্যবহারে উৎসাহিত করাসহ নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সাতক্ষীরার শ্যামনগর এবং খুলনার কয়রায় অসহায় মানুষের মাঝে সুপেয় পানি ও ত্রান বিতরণ, ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদানসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।