নিজস্ব প্রতিনিধি : জোয়ারের স্রোতে ভেসে যাওয়া বীরমুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করে পুনরায় দাফন করলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার। সোমবার সকাল ৮টার দিকে আশাশুনি উপজেলার হাজরাখালী গ্রামে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘুর্ণিঝড় আম্পানে প্রভাবে বেড়ীবাঁধ ভেঙে আশাশুনির শ্রীউলা ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পানিতে তলিয়ে যায় শত শত মানুষের বাড়ি ঘর, এমনকি কবরস্থানও। এদিকে গত প্রায় ৪মাস পূর্বে মারা যান শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী গ্রামের মৃত. জহর আলী সানার পুত্র বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সানা। তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু নদীর ভেড়ীবাধ ভেঙে তার বাড়িসহ করবস্থান পানিতে নিমজ্জিত রয়েছে। সোমবার সকালে জোয়ারের ¯্রােতে আব্দুল মালেকের লাশ ভেসে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমির জোয়ার্দ্দার কে জানালে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজাকে অবগত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তরা ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেন এবং আতœীয় স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমির জোয়ার্দ্দারের জমিতে দাফনের ব্যবস্থা করেন। এসময় তিনি মরহুম মুক্তিযোদ্ধার পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করেন। এলাকাবাসী অবিলম্বে শক্তিশালী বাঁধ দেওয়ার দাবি জানান। এবিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, খবর পেয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জসহ আমরা গিয়েছিলাম। মরহুমের আতœীয় স্বজনের সহযোগিতায় লাশটি পুনরায় দাফন করা হয়েছে। পরিবারের সদস্যদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও নগদ টাকা প্রদান করা হয়েছে।