ফিচার

করোনার উপসর্গ হলে কোন ওষুধ খাবেন, কোনটা খাবেন না

By Daily Satkhira

June 23, 2020

স্বাস্থ্য খবর : যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেই কোয়ারেন্টাইনে ছিলেন ডা. ফেরদৌস খন্দকার। কোয়ারেন্টাইন শেষ করেই তিনি প্রথমে একজন রোগীকে প্লাজমা প্রদান করেন। চলমান করোনা সংকটে অনেকেই মনে করছেন তিনি করোনায় আক্রান্ত হচ্ছেন বা হতে যাচ্ছেন। করোনা উপসর্গ দেখা দিলে কী করতে হবে? এই প্রশ্নের জবাবে ডা. ফেরদৌস খন্দকার বিশদ জানান।

তিনি বলেন, করোনা আক্রান্ত হলেই অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন। কেউ কেউ ৮-৯ টা ওষুধ খাচ্ছেন, যা শুনছেন তাই খাচ্ছেন শুধুমাত্র আতঙ্কিত হয়ে; যার কারণে করোনার কোনো ওষুধের নাম শোনা গেলেই তা মার্কেট আউট হয়ে যাচ্ছে, ব্ল্যাক মার্কেট থেকে অধিক দামে কিনে নিচ্ছেন। তারা ভুল করছেন উল্লেখ করে ফেরদৌস খন্দকার বলেন, এভাবে ওষুধ খাওয়া ভীষণ ক্ষতিকর। করোনার উপসর্গ দেখা দিলে কী করতে হবে তার একটা পরামর্শ দিয়েছেন, বলেছেন দু-একটি প্রয়োজনীয় ওষুধের কথা।

বিস্তারিত ভিডিও-তে (ভিডিওটি কালের কণ্ঠের সৌজন্যে)