সাতক্ষীরা

মে দিবসে শ্রমিক খাটিয়ে ২২ লক্ষ টাকার কাজে পুকুর চুরি হচ্ছে সদর হাসপাতালে!

By Daily Satkhira

May 01, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর হাসপাতালে মহান মে দিবসের ছুটির দিনে শ্রমিক খাটিয়ে তড়িঘড়ি করে সিডিউল বহির্ভূতভাবে সেফটি ট্যাংকি তৈরির কাজ করার অভিযোগ উঠেছে। সোমবার যখন সকল শ্রমিকরা মে দিবস পালনে ব্যস্ত ঠিক সেই সময়ে গোপনে চলে এ কাজ। সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর হাসপাতালে কিছু কাজের জন্য টেন্ডার আহবান করা হয়। কাজগুলো হলো সেফটি ট্যাংকি, রং, গ্রিল ও দরজা মেরামত। মূল কাজ প্রায় ২২ লক্ষ টাকার হলেও কাজ পাওয়ার পর ঠিকাদারী প্রতিষ্ঠান ভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে কাজ শুরু করে। আর এ কাজে চলছে পুকুর চুরি। ২২ লক্ষ টাকার কাজ ৪/৫ লক্ষ টাকায় সেরে বাকি টাকা লুটের বন্দোবস্ত করে ফেলেছে কর্তপক্ষ। যে সো-কয়েলের গভীরতা হবে ১৪ থেকে ১৬ ফুট সেখানে ৬ ফুট গর্ত খুঁড়ে মে দিবসের ছুটির দিনে গোপনে সেফটি ট্যাংকি নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। সেফটি ট্যাংকির ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে খাওয়ার পানির লাইন। সেই সাথে আমা ও রেইন স্পট এবং নোনা ধরা ইট। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের সৈয়দ জিয়াউল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কাজের ডেলিভারি ওয়ার্ডার হয়েছে ২৭/০৩/২০১৭ তারিখে এবং কাজের ওয়ার্ক ওয়ার্ডার পেয়েছি ০৯/০৪/১৭ তারিখে। আমরা এক নম্বর ইট ও সিডিউল অনুযায়ী কাজ করছি। গর্ত ভরাট হয়ে যাচ্ছেÑ তাই মে দিবসের ছুটির দিনে কাজ করতে হচ্ছে এবং আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করতে হবে। এ ব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান বলেন, আমার কাছেও এই অভিযোগ এসেছে কিন্তু ওটা পানির লাইন না। এ ব্যাপারে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, কিভাবে তারা মে দিবসের ছুটির দিনে কাজ করছে জানিনা। কোনভাবে এইদিনে কোন শ্রমিক কাজ করে না। তবে বিষয়টি সিভিল সার্জনকে জানাবো এবং ব্যবস্থা নিতে বলবো। এদিকে যারা জেলার ২২ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলছে সেই সব দোষী ব্যাক্তিদের তদন্ত পূর্বক কঠোর শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল।