আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ায় ভয়াবহ বন্যার কারণে মানবিক দুর্যোগে পড়েছে হাজার হাজার লোক। জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস বলছে, দেশটির সরকার ১৩৩ জনের প্রাণহানি ও প্রায় ৪শ’ লোক নিখোঁজের কথা জানিয়েছে। উত্তর কোরিয়ায় রেডক্রস প্রতিনিধিদলের প্রধান ক্রিস স্টেইনস বলেন, দেশটিতে জটিল ও ভয়াবহ দুর্যোগ চলছে। তিনি বলেন, বন্যায় গৃহহীন লোকজন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা দ্বিতীয় দুর্যোগের ঝুঁকির মধ্যে রয়েছে। আর সেটি হলো জনস্বাস্থ্য। জাতিসংঘ বলছে, দেশটির এক লাখ ৪০ হাজার লোকের জরুরি সহায়তা প্রয়োজন।উত্তর কোরিয়ায় জাতিসংঘ কর্মকর্তা মুরাদ শাহীন বলেন, দুর্যোগ পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে স্থানীয় কর্মকর্তাদের তা অভিজ্ঞতারও বাইরে।