তালা

তালায় গ্রাম আদালতে মামলার সমাধান মিলছে

By daily satkhira

June 24, 2020

তালা প্রতিনিধি : গ্রাম আদালত সম্পত্তি সংক্রান্ত, কাউকে উত্যক্ত করা, শ্রমিকের মজুরি পরিশোধ, ক্ষতিপূরণ আদায়সহ নানা ধরণের বিবাদের সমাধান দিয়ে আসছে। গ্রামীণ জনপদে ন্যায় বিচার আদায়ে নামমাত্র খরচে ফৌজদারি ও দেওয়ানী মামলার সমাধান মিলছে এখানে। ফলে থানা-পুলিশ বা আদালতে বিচারের দীর্ঘসূত্রিতা থেকে রেহাই মিলছে প্রান্তিক জনগোষ্ঠীর। দুই ভাইয়ের টাকা নিয়ে বিরোধ। সাতক্ষীরা তালার জালালপুর ইউনিয়ন পরিষদে হাজির হয়ে,মাত্র ২০ টাকা খরচ করে গ্রাম আদালতে মামলা করেন মোঃ মালেক গাজী মোঃ খালেক গাজী বিরুদ্ধে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ৩ বিচারকের উপস্থিতিতে চলে বিচারকাজ। ছোটখাটো বিরোধ বড় আকার ধারণের আগেই সহজে মীমাংসা হচ্ছে এখানে। বুধবার (২৪ জুন) দুপুরে জালালপুর ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার জন্য সমন দওয়া হয় দুই ভাইয়ের। ধার্য তারিখে উভয়ের উপস্থিতিতে গ্রাম আদালতের মাধ্যমে আবেদনকারীর পাওনা ২৫০০ টাকা ফেরত দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এম.মফিদুল হক লিটু, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ মনিরুজ্জামান গোলদার, ৭নং মোঃ আশরাফুল আলম ৫নং গোলাম মোস্তফা এবং গ্রাম আদালত সহকারী মোঃ জাকির হোসেন। এসময় গ্রাম আদালতে মামলার সমাধান নিয়ে সন্তোষও প্রকাশ করেন দুইভাই।