সাতক্ষীরা

খাস জমি চিরস্থায়ী বন্দোবস্তের দাবিতে সাতক্ষীরায় ভুমিহীনদের সমাবেশ

By daily satkhira

June 24, 2020

সাতক্ষীরা পৌর সভার ৬নং ওয়ার্ডে ইসলামপুর-বাঁকাল এলাকায় খাস জমি চিরস্থায়ী বন্দোবস্তের দাবিতে জেলা ভুমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় ইসলামপুর-বাঁকাল এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভুমিহীন নেতা পিয়ার আলী মুন্সি। জেলা ভুমিহীন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সহ-সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মোঃ বাবলু হাসান। এসময় উপস্থিত ছিলেন শেখ রওশন, আলাউদ্দীন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, ভুমিহীন নেত্রী মঞ্জুয়ারা বেগম, মনিরা বেগম, মমতাজ বেগম, আকলিমা খাতুন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ইসলামপু- বাঁকালসহ যেখানে ভুমিহীনরা স্থায়ীভাবে বসবাস করে আসছে তাদের সেই জায়গা চিরস্থায়ী বন্দোবস্ত করে দিতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়ার পরেও খাস জমিগুলো এখনো ভুমিহীনরা পাইনি। কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে ভুমিহীনরা এখনও তাদের ন্যায্য অধিকার পাইনি। এছাড়াও কতিপয় ভুমিদস্যু যারা এখনও খাস জমিগুলো দখল করে আছে। তাদের কবল থেকে উক্ত খাস জমিগুলো উদ্ধার করে প্রকৃত ভুমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। বক্তারা আরো বলেন, ত্রাণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে ১ হাজার ২৩৫ জন ভুমিহীনের তালিকা দেওয়া হলেও এখও তারা কোন ধরনের সহযোগিতা পাইনি। পরবর্তীতে জিআর এর চাউল পাওয়ার জন্যও আবেদন দিলেও তা এখনো পাইনি ভুমিহীনরা। করোনা পরিস্থিতির মধ্যে ভুমিহীন সদস্যরা যাতে দ্রুত সহযোগিতা পায় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা আরো বলেন, তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে যেকোন ধরনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায় করা হবে। প্রেস বিজ্ঞপ্তি