তালা

তালার ক্ষতিগ্রস্ত টিআরএম বেড়িবাঁধ সংস্কারের দাবিতে আবারও মাববন্ধন

By Daily Satkhira

June 25, 2020

তালার খবর : সাতক্ষীরার তালায় ঘূর্ণিঝড় আম্ফানের ১ মাস অতিবাহিত হলেও ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত টিআরএম বেড়িবাঁধ সংস্কার ও ফসলের ক্ষতি পূরনের দাবিতে আবারও মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার (২৪ জুন) সকালে জালালপুর ইউনিয়নের গলা ভাংগা মাছের কাটা সংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এর আগে গত (২৬ মে)বেলা সাড়ে ১০টায় টিআরএম ভেড়ী বাঁধের পশ্চিম পার্শ্বে দোহার গলাভাঙ্গা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। মানববন্ধন থেকে ৩দিনের মধ্যে কাজ শুরু করা না হলে ইউএনও অফিস, ডিসি অফিসসহ রাজপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে অনুষ্ঠিত মানবন্ধনে।

ঘূর্নিঝড় আম্ফানের ১ মাস অতিবাহিত হলেও তালার পাখিমারা বিলের কপোতাক্ষ’র টিআরএম ভেঁড়ী বাঁধ আজও সংস্কার করা হয়নি। ফলে পার্শ্ববর্তী ৫ টি গ্রামের শতাধীক পরিবার আটকে পড়েছে জোয়ার ভাটার ¯পানিতে। মসজিদ-মন্দির সহ জণগুরুত্বপূর্ণ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে স্থানীয় সংসদ সদস্য এড,মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এ ছাড়া ২০১১ – ২০২০ সাল পর্যন্ত টিআরএম চালু হলেও নামমাত্র জমির মালিকদের ২ বৎসরের ক্ষতি পূরণের টাকা দিয়েছে কর্তৃপক্ষ। টিআরএম এর ক্ষতি পূরনের টাকা না পাওয়ায় অনাহারে-অধাহারে দিনাতিপাত করছে এলাকার কয়েক শত জমির মালিক ।

জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম মুক্তির সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা উপধ্যাক্ষ মহিবুল্লাহ মোড়ল, তালা উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হিরণ্ময় মন্ডল, মাগুরা ইউপি মেম্বর মইনুল ইসলাম, ইউপি মেম্বর মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা জাসদ ছাত্রলীগের সেক্রেটারি আব্দুল আলীম, জালালপুর ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, ওয়ার্কাস পাটির নেতা প্রশান্ত গাইন, দেলোয়ার হোসেন, সমাজ সেবক আইয়ুব আলী শেখ, আব্দুল হান্নান প্রমুখ।

মানববন্ধনে টিআরএম এর পাখিমারা বিলের প্রবেশমুখ সংস্কার অর্থাৎ বালিয়া বেলী ব্রিজের সামনে পশ্চিম পাশের ১নং প্রবেশমুখ বাঁধা, টিআরএম এর আওতায় জমির অধিগ্রহনের ক্ষতি পূরনের টাকা অতিদ্রুত প্রদান করা এবং টিআরএম এর বেড়বাঁধের ১২ কিঃমিঃ বাঁধ সংস্কারের দাবি জানানো হয়।

এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, আমার অফিসের লোকজন সাইড পরিদর্শন করেছে , আপাতাত ৩৫ হাজার টাকা বরাদ্ধ পাওয়া গেছে , শীগ্রই কাজ শুরু করা হবে।