সাতক্ষীরা

আখড়াখোলার আলোচিত আফসার কসাইয়ের মাংস বিক্রয় বন্ধের নির্দেশ

By daily satkhira

June 25, 2020

নিজস্ব প্রতিনিধি : কখনো কেটে আনা ভারতীয় গরুর মাংস, আবার কখনো রুগ্ন গরুর মাংস বিক্রির জন্য পরিচিতি লাভ করেছেন সাতক্ষীরা সদরের আখড়াখোলা বাজারের আফছার আলী। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে এ ধরণের মাংস বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে অবশেষে বৃহষ্পতিবার দুপুরে তার দোকান বন্ধের নির্দেশ দিলেন স্যানিটারী ইনসপেক্টর আবুল কাশেম। স্থানীয়রা জানান, বিগত ঈদুল ফিতরের দিন সকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পঁচা মাংশ বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া আখড়াখোলা বাজারের বহুল আলোচিত আফছার কসাইয়ের দোকান বন্ধ করার আবেদন জানান স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদক ও আখড়াখোলা বাজার মসজিদ কমিটির সভাপতি। সে অনুযায়ি সদর উপজেলা স্যানিটারী অফিসার আবুল কাশেম বৃহষ্পতিবার ঘটনার তদন্তে এসে অভিযোগের সত্যতা পান। সে অনুযায়ি তিনি আফসারের ব্যবস্থা বন্ধ রাখার নির্দেশ দিয়ে সকলকে অবহিত করেন। আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোরে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা তিনি। আখড়াখোলা মসজিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফা চয়ে জানান, সব অন্যায় সহ্য করা হবে না। আফসার আদেশ অমান্য করলে বাজার কমিটি ও মসজিদ কমিটি চুপ করে বসে থাকবে না।