সাতক্ষীরা

সাতক্ষীরায় চাউলের বাজারে জোর পূর্বক খাজনা আদায় : ক্রয়-বিক্রয় বন্ধ ঘোষনা

By daily satkhira

June 25, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে ইজারাদার কর্তৃক চাউলের বাজারে জোর পূর্বক খাজনা আদায় করার অভিযোগ উঠেছে। এতে বাজারের চাউল ব্যবসায়ীরা ও ক্রেতারা দূর্ভোগের স্বীকার হচ্ছে। ইতো পূর্বে চাউল বাজারে খাজনা আদায় করা হতো না। ২৫জুন ২০২০ ইং তারিখে সুলতানপুর বড় বাজারের চাউল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল আজম খান মামুন জানান, সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে বড় বাজারের ইজারাদার আব্দুল হাকিম তার লোক দ্বারা জোর পূর্বক খাজনা আদায়ের চেষ্টা করছে। ক্রেতাদের ক্রয়কৃত চাউলের ভ্যান আটকে রেখে বিভিন্ন অপ্রিতিকর ঘটনা ঘটাচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে চাউল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জেলা স্থানীয় সরকার পরিচালক ও সাতক্ষীরা পৌর সভার সচিবের কাছে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি দেখবেন বলেও ব্যবসায়ী নেতৃবৃন্দকে জানানো হয়। অপরদিকে অবৈধভাবে খাজনা আদায় বন্ধ না হলে বা এর সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত বৃহষ্পতিবার থেকে সুলতানপুর বড় বাজারে চাউল ক্রয় বিক্রয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। সমিতির এক জরুরি সভায় চাউল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বুধবার সন্ধ্যায় এই সিন্ধান্ত গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলহাজ্ব নূর ইসলাম, চাইল ব্যবসায়ী আলহাজ্ব রুহুল আমিন, রবিউল ইসলাম, বিপুল সাহা, স্বরুপ সাহা, সুমন সাহা, জাহিদ,মিজান, আজিবর, প্রদিপ, সালাউদ্দিন, দেবু, রাজু প্রমৃখ। এবিষয়ে সাতক্ষীরা পৌর সভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস জানান, আব্দুল হাকিব নামের এক ব্যক্তি চাউল বাজারের ইজারা পেয়েছে। কোন সমস্যা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। উক্ত বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত চাউল বাজারে সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকিবে।