শ্যামনগর

আবারও ভাঙ্গনে শ্রমিকের সাথে কাজ করলেন উপজেলা চেয়ারম্যান দোলন

By daily satkhira

June 25, 2020

শ্যামনগর অফিস : ২ শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়ন আমফানে ক্ষতিগ্রস্ত ভেরিবাদে শ্রমিকদের সাথে আবারও শ্রমিক বেসে সবার সাথে কাজ করলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন। সম্প্রতি বাংলাদেশের সর্ব দক্ষিণের সাতক্ষীরা জেলার পশ্চিম সুন্দরবন রেঞ্জের কোল ঘেঁষে শ্যামনগর উপজেলায় নদীবেষ্টিত ইউনিয়ন গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী সহ কাশিমাড়ী ইউনিয়ন ব্যাপক ভাবে বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্থ হয়। পানিবন্দি হয়ে পড়ে হাজার হাজার মানুষ। পানির নিচে তলিয়ে আছে দশ টির অধিক গ্রাম। ২৫ জুন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সরেজমিনে পরিদর্শনে যেয়ে শ্রমিকদের সাথে দীর্ঘক্ষণ কাজ করে উৎসাহ দেন। সফরসঙ্গী হন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবুসালে বাবু, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন, সাবেক ছাত্রনেতা গাজী একাডেমী পাঠাগার এর সভাপতি মেহেদী হাসান মারুফ, সাবেক ছাত্র নেতা মুজিবুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল শানা, বিভিন্ন ইউপি সদস্য সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কাজে অংশগ্রহণ করেন।