তালা

সাতক্ষীরায় করোনা পরীক্ষার নমুনা দেয়ার পরদিন ব্যবসায়ীর মৃত্যু

By Daily Satkhira

June 26, 2020

তালার সংবাদ : বৃহস্পতিবার সকালে তালা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসার পরদিনই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে তালায় মো. বজলুর রহমান গাজী (৫২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটী গ্রামের মৃত. সরফুদ্দীন গাজীর ছেলে ও তালা বাজারের খেয়াঘাট মোড়ের একজন মুদি ব্যবসায়ী। শুক্রবার (২৬ জুন) ভোর রাতে নিজ বাড়িতেই তিনি আকস্মিক মারা যান।

নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানান, মুদি ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন আমের ব্যবসা করতো বজলুর রহমান। বেশ কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তালা হাসপাতালে নমুনাও দিয়ে আসেন। শুক্রবার ভোর রাতেই নিজ বাড়িতে তিনি মারা যান।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে এখনও রিপোর্ট এসে পৌঁছায়নি। তবে মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।