করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষসেরা শিল্পীদের সম্মাননা প্রদান ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা অগ্রগতি সংস্থার অডিটোরিয়ামে মো. মুছা করিম পরিচালিত বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষসেরা শিল্পীদের এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্ধন টেলিমিডিয়ার সভাপতি অতুল কুমার ঘোষ। বন্ধন শিল্পী সংসদের সভাপতি মো. জিয়াউল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন এসকে কামরুল হাসান, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল সবুর বিশ্বাস। ২০১৯-২০২০ অর্থ বছরে নাটকের মধ্যে বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী অতিথিদের মাধ্যমে ‘‘আশার আলো” নাটকের জন্য বর্ষসেরা নায়ক আসিফুল আলম (আসিফ) কে এ্যাওয়ার্ড প্রদান করা। এছাড়া ‘অন্তরে তুমি’ নাটকে মনিরা খাতুনকে বর্ষসেরা নায়িকা, ‘ধোঁয়াশা’ নাটকে বর্ষসেরা নুরুল হুদাকে অভিনেতা, ‘ধোঁয়াশা’ নাটকে বর্ষসেরা ছন্দারানী মন্ডল অভিনেতী, ‘ধোঁয়াশা’ নাটকে বর্ষসেরা পার্শ্ব অভিনেতা শেখ মনিরুল ইসলাম (মনির), ‘মানিক জোড়’ নাটকে বর্সসেরা পার্শ্ব অভিনেত্রী আয়শা খাতুন (খুকু মনি), ‘ঠিকানা লালকোঠা’ নাটকে বর্ষসেরা গুণিশিল্পী অনুজিৎ কুমার মন্ডল, ‘মানিকজোড়’ নাটকে জন্য বর্ষসেরা কমিডিয়ান মোঃ ইব্রাহিম হোসেন, ‘ময়নার কথা’ নাটকের জন্য বর্ষসেরা শিশুশিল্পী পপি মন্ডল, অন্তরে তুমি নাটকের জন্য বর্ষসেরা নাট্য ব্যক্তিত্ব অতুল কুমার ঘোষ, শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেয়েছেন আরিফুজ্জামান আপন, সম্মান সূচক পুরস্কার পেয়েছেন জিয়াউল হক (জিয়া), ‘অন্তরে তুমি’ নাটকের জন্য বর্ষসেরা নাট্যকর মুছা করিম। প্রেস বিজ্ঞপ্তি