সাতক্ষীরা

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে গ্রাম ডাক্তারের মৃত্যু

By daily satkhira

June 27, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা নমুনা দেওয়ার এক দিন পর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক গ্রাম ডাক্তারের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। মৃত ডাক্তারের নাম ওমর ফারুক (৫৩)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের মারকা গ্রামের বাহারউদ্দিন সরদারের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, ছয়দিন যাবৎ ডাক্তার ওমর ফারুক জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য আসেন। অবস্থার অবনতি হওয়ায় শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নলতা নামক স্থানে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করতে বলা হয়েছে। তার বাড়ি লক ডাউন করা হয়েছে।#