দেবহাটা

পারুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার সম্পত্তি দখলের পায়তারা

By daily satkhira

June 28, 2020

দেবহাটা ব্যুরো : যখন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ছোবলে বাংলাদেশের মানুষ আতংঙ্কিত । এই ভাইরাসের প্রভাব থেকে দেশকে বাঁচাতে প্রশাসনের সবাই যখন ব্যস্থ তখন সরকারের পানি উন্নয়ন বোর্ডের আওয়াধীন পারুলিয়ার প্রায় কোটি টাকার সম্পত্তি দখলের পায়তারা চালাচ্ছে ওয়াজেদ আলী খান নামের এক ব্যক্তি। বুকের পাটা বটে! পানি উন্নয়ন বোর্ডের সাইন বোর্ডের নেই কোন তোয়াক্কা ! সরেজমিনে ঘুরে দেখা যায়, সদ্য খননকৃত পারুলিয়া সাপমারা খালের পার্শ্ববর্তী এবং পারুলিয়া ইছামতি হল সংলগ্ন সড়কের পাশে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের একটি পুকুর এবং উপরি ভাগের অংশ মিলে বেড়া দেওয়া আছে। যেখানে একটি গাছের উপরে সাতক্ষীর পানি উন্নয়ন বোর্ডের সাইন বোর্ড মারা আছে। সাইন বোর্ড অনুযায়ী জমিটি পারুলিয়া মৌজার এসএ কেস নং ৮০/৬০-৬১ যার সাবেক দাগ নং ৩৭১৫,৩৭১৬,৩৭১৭ এবং ৩৭১৮। আর এ সাইন বোর্ড মারা থাকলেও কোন তোয়াক্কা না করে দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে উপজেলার পারুলিয়া গ্রামের মৃত বাকার কন্যা বেবীর স্বামী ওয়াজেদ আলী খান। সে দীর্ঘ দিন ঐ এলাকায় ঘর জামাই হিসাবে পরিচিত। এ ব্যাপারে ওয়াজেদ আলী খানের কাছে জানতে চাইলে তিনি এটি অন্য লোকে দখল করে নিচ্ছিল তাই বেড়া দিয়েছেন এমনটি জানান। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও সাইদুর রহমান জানান,এই জায়গাটি অনেক আগে এক ব্যক্তি দখল করছিল এমন খবর পেয়ে সাইন বোর্ডের ব্যবস্থা করি। তবে সরকারী সম্পত্তি দখল হয়ে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি অতি দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।