সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা নিরসের দাবিতে মানববন্ধন

By Daily Satkhira

June 29, 2020

আসাদুজ্জামান : সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা নিরসের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার দুপুরে শহরের ইটাগাছা- কামালনগর এলাকার মানুষ জলাবদ্ধত এলাকায় দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসুচি পালন করেন। সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে ও আলীনূর খান বাবুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল হামিদ, আনিসুর রহিম, আবুল কালাম আজাদ, এডভোকেট আজাদ হোসেন বেলাল, মাধাব চন্দ্র দত্ত, অধ্যক্ষ আশেক ই এলাহী, লায়লা পারভীন সেঁজুতি, আনোয়ার জাহিদ তপন, শেখ ওবায়দুস সুলতান বাবলু প্রমুখ। বক্তারা এ সময় বলেন, জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন সাতক্ষীরা পৌরবাসি। পৌরসভার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবং সরকারি খাল ও পানি নিষ্কাশনের পথ দখল করে অপরিকল্পিত মাছের ঘের করার কারণে সামান্য বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল, নদী ভরাটের কারণে সৃষ্ট স্থায়ী জলাবদ্ধতার কবলে নাকাল হয়ে পড়েছেন এলাকাবাসী। বক্তারা জলাবদ্ধতায় নাগরিকদের দুর্দশার চিত্র তুলে ধরে বলেন, গত কয়েকদিনের বর্ষণে সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা, কামালনগর, বদ্দিপুর, পুরাতন সাতক্ষীরা, ঘুড্ডির ডাঙ্গি, রসুলপুর, মেহেদিবাগ, বকচরা, সরদারপাড়া, পলাশপোলসহ জেলার বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। এ ছাড়া অনেক কাঁচা ঘর ধসে পড়ার উপক্রম হয়েছে। শতাধিক মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। বক্তারা এ সময় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।