সাতক্ষীরা

ব্রহ্মরাজপুর ও ধুলিহরে জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

By daily satkhira

June 30, 2020

আজিজুল ইসলাম :- ব্রহ্মরাজপুর ও ধুলিহরে জেলা পরিষদের আয়োজনে ও জেলা পরিষদের পক্ষ থেকে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সামাজিক দূরুত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার (৩০ জুন) বিকালে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক। অনুষ্ঠানে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৫০ টি পরিবারের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সহ-সভাপতি শেখ আঃ রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মাসুম, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক অজিহার রহমান প্রমুখ। এছাড়া উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই ভাবে ধুলিহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ৭৬ টি পরিবারের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম মগরেব।